Thursday, March 27, 2025
বাড়িজাতীয়ফের বেলাইন রেল, দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ১

ফের বেলাইন রেল, দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ১

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুলাই:  রেল যাত্রার বিভীষিকা কাটার নাম নেই। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা। মৃত্যু হয়েছে ১ যাত্রীর। আহত বহু। মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। সেই বিভীষিকা ভোলার আগেই দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে উত্তরপ্রদেশের গোন্ডায় ঝুলাহি স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেনটির ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। এর মধ্যে ৩টি কামরা সম্পূর্ণভাবে উলটে যায়। এর ফলে মৃত্যু হয়েছে ১ যাত্রীর। আহত বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। জুনের পর জুলাই মাসে ফের দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।অসম সরকারের তরফে জানানো হয়েছে, গোন্ডার দুর্ঘটনার উপরে নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, জেলার আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৫টি অ্যাম্বুলেন্স এবং ৪০ সদস্যের মেডিক্যাল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।

ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর উত্তর-পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল (ডিব্রুগড়ে) ৯৯৫৭৫৫৫৯৬০, (তিনসুকিয়া) ৯৯৫৭৫৫৫৯৫৯, (সিমালগুড়ি) ৮৭৮৯৫৪৩৭৯৮, (মারিয়ানি) ৬০০১৮৮২৪১০, (ফুরকাটিঙ) ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪।

এছাড়াও গুয়াহাটি স্টেশনের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লউখউ স্টেশনে জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য