নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ও পাকিস্তান সেনা সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্থিতিস্থিল রয়েছে, সোমবার রাজ্যসভায় জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক। একটি প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট জানিয়েছেন, আমাদের সেনাবাহিনী সামগ্রিক পরিস্থিতির দিকে দৃঢ় নজরদারি চালিয়ে যাচ্ছে এবং “শত্রুতাপূর্ণ উপাদান” থেকে যে কোনও ঝুঁকি নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।
পাকিস্তানের নাম নিয়েই অজয় ভাট জানিয়েছেন, পশ্চিম সীমান্তে মোতায়েন ভারতীয় সুরক্ষা বাহিনী “যে কোনও চ্যালেঞ্জের জবাব দিতে যথেষ্ট প্রস্তুত। তিনি আরও জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) বোঝাপড়ার পর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।