নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : সীমান্ত রাজ্য পঞ্জাব শাসন করার অভিজ্ঞতার অভাব রয়েছে আম আদমি পার্টির। বিরোধী দলগুলির এই দাবিকে খণ্ডন করে সোমবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “আমরা জানি কিভাবে প্রশাসন চালাতে হয়। আমি সাত বছর ধরে এই লোকসভার সদস্য ছিলাম। জনগণ দিল্লিতে আমাদের সরকারকে পুনরায় নির্বাচিত করেছে। আমাদের অভিজ্ঞতা আছে।”
তিনি আরও বলেন, “অনেক প্রবীণ রাজনীতিবিদ নির্বাচনে হেরেছেন এবং নতুন লোকেরা জিতেছে। আমি নিশ্চিত যে রাজ্যে নতুন ধারণা আসবে। এই সরকারে চিন্তাভাবনা হবে বাইরে।” সাঙ্গুর আসনের সাংসদ মান সোমবার স্পিকার ওম বিড়লার কাছে পদত্যাগপত্র জমা দেন। সাংসদ হিসাবে তার শেষদিনে মান বলেন, “আমি এই সংসদকে মিস করব। পঞ্জাব আমাকে একটি বিশাল দায়িত্ব দিয়েছে। আমি সাংরুরের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সাংসদে শীঘ্রই তাদের জন্য একটি সাহসী কণ্ঠ প্রতিধ্বনিত হবে। “
এবারের পঞ্জাব নির্বাচনে আপ ৯২টি আসন জিতে নতুন সরকার গঠনে সক্ষম হয়েছে। ১১৭ সদস্যের বিধানসভায় কংগ্রেস ১৮টি আসন জিতেছে।