Friday, February 7, 2025
বাড়িজাতীয়১৬ মার্চ অবধি গরমে জ্বলবে মহারাষ্ট্র, মুম্বই-সহ ৬ জেলায় জারি সতর্কতা

১৬ মার্চ অবধি গরমে জ্বলবে মহারাষ্ট্র, মুম্বই-সহ ৬ জেলায় জারি সতর্কতা

মুম্বই, ১৪ মার্চ (হি.স.): আগামী ১৬ মার্চ অবধি মুম্বই-সহ মহারাষ্ট্রের মোট ৬টি জেলায় মাত্রাতিরিক্ত গরমের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের পালঘর, থানে, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদুর্গ জেলায় দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি মুম্বইয়ের প্রধান ডঃ জয়ন্ত সরকার জানিয়েছেন, ১৫ মার্চ উত্তর কোঙ্কন অঞ্চলে তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে, এই অঞ্চলের মধ্যে রয়েছে পালঘর, মুম্বই ও থানে।

আইএমডি মুম্বইয়ের প্রধান আরও জানিয়েছেন, পরবর্তী দিন অর্থাৎ ১৬ মার্চ সমগ্র কোঙ্কন অঞ্চলেই দাবদাহের সতর্কতা থাকছে। মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। সোমবারও মুম্বই-সহ এই সমস্ত জেলাগুলিতে ছিল মাত্রাতিরিতিক্ত গরম, সামান্য পরিশ্রমেই ঘাম ঝরেছে শরীর থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য