Friday, February 7, 2025
বাড়িজাতীয়প্রার্থী তালিকা ঘোষণা করতে ঢিলেমি করছে গেরুয়া শিবির

প্রার্থী তালিকা ঘোষণা করতে ঢিলেমি করছে গেরুয়া শিবির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য। গত দুই নির্বাচনে যে রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারেনি বিরোধীরা। সেই গুজরাটেই ভোটের মুখে অন্য অস্বস্তি বিজেপির। লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরও নিজেদের সরিয়ে নিলেন বিজেপির দুই প্রার্থী। তাহলে কি হারের ভয়? নাকি অন্য কোনও কারণ? তুঙ্গে জল্পনা।

শনিবার সকালেই গুজরাটের ভদোদরা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন ভাট আচমকা সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, তিনি ব্যক্তিগত কারণে লোকসভা নির্বাচনে লড়তে চান না। শনিবারই বিকালের দিকে আরেক বিজেপি প্রার্থী ভিকাজি ঠাকোর এক্স হ্যান্ডেলে কার্যত একই রকম পোস্ট করে লোকসভার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানান। ভিকাজির নাম সবরকাঠা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। দুই প্রার্থী আচমকা নিজেদের সরিয়ে নেওয়ায় অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির।


যদিও পরে জানা যায়, রঞ্জন ভাট লোকসভার লড়াই থেকে নিজেকে সরিয়েছেন দলীয় কোন্দলের জেরে। তাঁর বিরুদ্ধে স্থানীয় এক বিজেপি নেতা কার্যত প্রকাশ্যেই বিদ্রোহ করেছিলেন। অন্যদিকে ভিকাজির পদবি এবং জাতিগত পরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেকারণেই তিনি সরিয়ে দাঁড়িয়েছেন। দুই কেন্দ্রেই নতুন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কিন্তু তাতে অস্বস্তি কমছে না।


এই নিয়ে চারজন বিজেপি প্রার্থী চলতি বছর নাম প্রত্যাহার করলেন। যা এক কথায় বেনজির। তাছাড়া যেভাবে এ বছর প্রার্থী তালিকা ঘোষণা করতে ঢিলেমি করছে গেরুয়া শিবির, সেটাও সাম্প্রতিক অতীতে বেনজির।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য