Saturday, July 27, 2024
বাড়িজাতীয়ভারত ভবিষ্যতে পশ্চিম এশিয়া ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক একীকরণের মাধ্যম হয়ে উঠবে:...

ভারত ভবিষ্যতে পশ্চিম এশিয়া ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক একীকরণের মাধ্যম হয়ে উঠবে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেন, আগামী সময়ে ভারত, পশ্চিম এশিয়া এবং ইউরোপের মধ্যে অর্থনৈতিক একীকরণের মাধ্যম হয়ে উঠবে।ভারত মণ্ডপমে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর কর্মসূচিতে অংশীদারিত্বের ভাষণে প্রধানমন্ত্রী মোদী একথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ আমরা সবাই একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক চুক্তি সমাপ্ত হতে দেখেছি। আগামী সময়ে, এটি ভারত, পশ্চিম এশিয়া এবং ইউরোপের মধ্যে অর্থনৈতিক একীকরণের জন্য একটি কার্যকর মাধ্যম হবে। এটি বিশ্বজুড়ে সংযোগ এবং উন্নয়নের টেকসই দিক নির্দেশনা করবে।শক্তিশালী সংযোগ ও অবকাঠামো মানব সভ্যতার বিকাশের মূল ভিত্তি এই মন্তব্যও করেন মোদী। ভারত তার উন্নয়ন যাত্রায় এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গ্লোবাল সাউথের অনেক দেশে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে জ্বালানি, রেলপথ, জল ও প্রযুক্তি পার্কের মতো খাতে অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছি। এই প্রচেষ্টায় আমরা চাহিদা ভিত্তিক এবং স্বচ্ছ পদ্ধতির উপর বিশেষ জোর দিয়েছি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য