নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দেখতে দেখতে ভারতে ১৬০-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। টিকাকরণ অভিযানের নতুন মাইলফলকে পৌঁছনোর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতা স্পর্শ করেছে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান। একইসঙ্গে দেশবাসীর কাছে মনসুখের আহ্বান, টিকা নেওয়ার পরও কোভিড-বিধি যথাযথভাবে মেনে চলুন।
করোনার প্রকোপের মধ্যেও আগের তুলনায় ধীর গতিতে চলছে ভারতের টিকাকরণ। মন্থর গতিতে চললেও, বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭৩ লক্ষ ৩৮ হাজার ৫৯২ জন প্রাপক। ফলে ভারতে ১৫৯.৬৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৯,৬৭,৫৫,৮৭৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দুপুর ২.৩৫ মিনিট নাগাদ টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতা স্পর্শ করেছে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান। ভারতে ১৬০ কোটির মাইলফলক অতিক্রম করেছে টিকাকরণ। টিকা নেওয়ার পরও কোভিড-বিধি মেনে চলুন।