Sunday, January 26, 2025
বাড়িজাতীয়লোকসভা নির্বাচনে বিএসপি একাই লড়বে : মায়াবতী, বিঁধলেন কংগ্রেস ও বিজেপিকে

লোকসভা নির্বাচনে বিএসপি একাই লড়বে : মায়াবতী, বিঁধলেন কংগ্রেস ও বিজেপিকে

লখনউ, ১৯ জুলাই (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) একাই লড়বে। জানিয়ে দিলেন দলের প্রধান মায়াবতী। বুধবার মায়াবতী বলেছেন, “যেহেতু লোকসভা নির্বাচন প্রায় এসেই গিয়েছি, আমাদের প্রস্তুতিও পুরোদমে চলছে এবং আমরা গোটা দেশে বৈঠকও করছি। আমরা একাই নির্বাচনে লড়ব। আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং হরিয়ানা, পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে নিজেরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা এই সমস্ত রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”

কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করে মায়াবতী বলেছেন, “কংগ্রেস দল ক্ষমতায় আসার জন্য সমমনোভাবাপন্ন বর্ণবাদী এবং পুঁজিবাদী দলগুলির সঙ্গে জোট বাঁধছে। বিজেপিও এনডিএকে শক্তিশালী করছে…কিন্তু তাঁদের নীতিগুলি দলিত ও মুসলিম বিরোধী।” মায়াবতীর কথায়, “এই দলগুলি জনগণের কল্যাণে কাজ করে না। তাঁরা দলিত, মুসলিম, সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি। সব একই। ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলে যায়। তাঁরা জনগণের একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। সেটা কংগ্রেস হোক অথবা বিজেপি। বিরোধীদের সঙ্গে বিএসপি-র হাত না মেলানোর এটাই সবচেয়ে বড় কারণ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য