নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নতুন দিল্লিতে সিআরসিএস-সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছেন। এই পোর্টালটি সাহারা গ্রুপের ১০ কোটিরও বেশি আমানতকারীদের তাঁদের অর্থ ফেরতে সহায়তা করবে। পোর্টালটি চালু করার পরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতিতে আটকে থাকা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সাহারা রিফান্ড পোর্টাল চালু করার মাধ্যমে।”
প্রাথমিক পর্যায়ে রিফান্ড পোর্টালটি আমানতকারীদের ৫০০০ কোটি টাকা পর্যন্ত বিতরণ করবে। প্রতিটি আমানতকারী প্রথম পর্যায়ে মাত্র ১০ হাজার টাকা পেতে সক্ষম হবেন। রিফান্ডের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের মতে, ৪ কোটি আমানতকারী রয়েছে যারা ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য। অমিত শাহ আরও বলেছেন, “চারটি সমবায়ের সমস্ত ডেটা অনলাইনে রয়েছে… এই পোর্টালটি ১.৭ কোটি আমানতকারীদের নিজেদের রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে… প্রকৃত আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। আমানতকারীদের দাবির নিষ্পত্তি করা হবে…আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।