Monday, February 17, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্রে বিয়েবাড়ি ফেরত বাসে আগুনে ঝলসে মৃত ২৫; শোকস্তব্ধ মোদী ও শাহের,...

মহারাষ্ট্রে বিয়েবাড়ি ফেরত বাসে আগুনে ঝলসে মৃত ২৫; শোকস্তব্ধ মোদী ও শাহের, আর্থিক সাহায্য ঘোষণা



মুম্বই, ১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের বুলধানা জেলায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে (মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে) বিয়েবাড়ি ফেরত বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ২৫ যাত্রীর। এই ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের নাগপুর থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩২ জন যাত্রী ছিলেন। শনিবার ভোররাত ১.৩০ মিনিট নাগাদ বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। ডেপুটি পুলিশ সুপার বাবুরাম মহামুনি বলেছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৩২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বুলধানার এসপি সুনীল কাদাসানে বলেছেন, টায়ার ফেটে যাওয়ার কারণে বাসটি উল্টে যায়, তারপরই আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। তখনই বাসটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। দুর্ঘটনা প্রসঙ্গে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, “বাস থেকে কমপক্ষে ২৫টি মৃতদেহ বার করা হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’’

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রমুখ। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন বলেছেন, বাসের চালক ও কন্ডাক্টরকে হেফাজতে নেওয়া হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, প্রয়োজন হলে ডিএনএ টেস্টের মাধ্যমে দেহগুলি শনাক্ত করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য