Sunday, July 27, 2025
বাড়িজাতীয় বিজেপি বিরোধী লড়াইয়ে পাটনায় একমত বিরোধীরা ! পরবর্তী বৈঠক সিমলায়

 বিজেপি বিরোধী লড়াইয়ে পাটনায় একমত বিরোধীরা ! পরবর্তী বৈঠক সিমলায়


পাটনা, ২৩ জুন (হি.স.): লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠকে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্তে একমত সকলে। এদিনের বৈঠকে আদর্শগত ভাবে নিজেদের মধ্যে ছোট ছোট মতানৈক্যকে দূরে সরিয়ে বিজেপি বিরোধিতায় এককাট্টা হতে চায় কংগ্রেস, জেডি(ইউ), আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি সহ বাকিরা।

 তবে পাটনা মন্ত্রণাসভায় বিজেপি-বিরোধী মঞ্চের মশাল জ্বলে উঠল না। কারণ জুলাই মাসে ফের বৈঠকে বসছে বিরোধী দলগুলি। জুলাই মাসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সিমলায় হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক। সিমলা বৈঠকেই বিরোধী দলগুলি আহ্বায়ক নির্বাচন করবে । সেই সঙ্গে এদিনের বৈঠকে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের বাগবিতণ্ডা হয় বলে খবর । শুধু তাই নয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনেও ছিলেন না আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ।

জাতীয় রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে শুক্রবার পাটনায় বিরোধী দলের শীর্ষনেতারা বৈঠকে হাজির ছিলেন। একের বিরুদ্ধে এক ফর্মুলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই চব্বিশের ভোট স্ট্র্যাটেজি ঠিক করছে ১৭টি বিরোধী দল। বৈঠকের শেষে যৌথ সাংবাদিক সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি প্রথমেই বিরোধীদের জোট ঐক্যের কথা বলেন। জানান, ”খুব ভাল আলোচনা হয়েছে। আমরা সকলে এ বিষয়ে একমত হয়েছি যে চব্বিশের ভোটে একসঙ্গে লড়াই করব। বিজেপি বিরোধী শক্তি আরও জোরদার হয়ে উঠছে। বর্তমান কেন্দ্র সরকার সমস্ত জনবিরোধী নীতি গ্রহণ করছে, যা কাম্য নয়, মেনেও নেওয়া যায় না। ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” এরপর তিনি জানান, ”আগামী মাসে ফের আমরা বৈঠকে বসব।” জুলাইয়ে ১০ কিংবা ১২ তারিখ সিমলায় বিরোধী বৈঠক হওয়ার সম্ভাবনা।

নীতীশ কুমারের পর বক্তব্য রাখার জন্য কংগ্রেসের রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়া হয়। তবে রাহুল সৌজন্য বজায় রেখে আগে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বক্তব্য রাখার অনুরোধ জানান। তারপর অবশ্য নিজের বক্তব্যে বিজেপি সরকারের ‘একনায়কতন্ত্র’-এর বিরোধিতায় লড়াইয়ের ডাক দেন। নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য আপাতত দূরে সরিয়ে বিরোধী ঐক্যে শান দেওয়ার কথা বলেন।

একই সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাঁর বক্তব্য, ”আমরা শুধু বিরোধীই নই, দেশের একটা অংশ। মণিপুরে সমস্যা হলে আমাদেরও চিন্তা হয়। বিজেপি যা করছে, তা দেশের পক্ষে ঠিক নয়। এর বদল হওয়া দরকার। লালুজি অনেকদিন পর বৈঠকে এলেন, খুব ভাল লাগছে। এখানে মুফতি, ওমর সকলে আছে। আমরা সকলে এক হয়ে লড়ব।”

বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্য রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। মমতা বৈঠকে বলেন, সকলকেই বড় মনের পরিচয় দেওয়া উচিত। যদি আমরা নিজেদের মধ্যে লড়াই করি, তাহলে বিজেপি তার ফায়দা তুলবে। উল্লেখ্য, এর আগেই তৃণমূলনেত্রী বলেছিলেন, যে যেখানে শক্তিশালী সেখানে একের বিরুদ্ধে এক প্রার্থী ফর্মুলায় তাদের আসন ছেড়ে দেওয়া উচিত ছোট দলগুলির।

এদিনের বৈঠকে এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, ‘এই মাটি থেকেই জয়প্রকাশ নারায়ণ তাঁর আন্দোলন শুরু করেছিলেন। আমরাও গণতন্ত্র রক্ষার্থে একত্রে আন্দোলন করব।’

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, ‘আমরা নেহেরু, গান্ধীর আইডিয়া অফ ইন্ডিয়ার সঙ্গে পরিচিত৷ সরকার যে ভারত দর্শন করাচ্ছেন তা নয়। আমরা গান্ধীর ভারত ফিরে পেতে চাই, গডসের নয়৷’ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সপুত্র উদ্ধব ঠাকরে ।বৈঠকে উদ্ধব বলেন, ‘আমাদের মতামত ভিন্ন হতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সে সবের ঊর্ধ্বে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ব।’

এদিকে, কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও নীতীশের ডাকে বৈঠকে যোগ দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । তবে সূত্রের খবর এদিনের বৈঠকে আম আদমি পার্টি দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের অবস্থান জানতে চেয়েছে। তখন অরবিন্দ কেজরিওয়ালদের শান্ত করেন মারাঠা স্ট্রংম্যান শারদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে। পাওয়ার বলেন, ২৫ বছর ধরে আমরা যে রাজ্যে পরস্পর বিরোধী রাজনীতি করে চলেছি, সেখানেই মহাবিকাশ আঘাড়ি গড়ে উঠেছে। আমরা সরকারও চালিয়েছি। এখনও জোট টিকিয়ে রেখেছি। উদ্ধবও পাওয়ারের কথায় সায় দিয়ে শান্ত হতে বলেন কেজরিওয়ালকে। যদিও চারঘণ্টা বৈঠকের পর কেজরিওয়াল বেরিয়ে যান।

পাটনা বৈঠক নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০২৪ সালে নরেন্দ্র মোদীই সরকার গঠন করবেন। ৩০০-র বেশি আসনে জিতে বিজেপিই ক্ষমতায় আসবে। দুদিনের সফরে জম্মুতে এসে অমিত এক জনসভায় আরও বলেন, পাটনায় কতগুলি দল একজোট হয়েছে সেটা কোনও ব্যাপারই নয়। ওরা কোনওদিনই ঐক্যবদ্ধ হতে পারবে না। পাটনায় একজোটের একটা ছবি তুলে ধরার ফটো সেশন চলছে। ওরা প্রধানমন্ত্রী মোদী এবং এনডিএ-কে চ্যালেঞ্জ দিতে চাইছে। আমি তাদের বলছি, মোদিই ২০২৪-এ সরকার গঠন করবেন।

বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা প্রতিক্রিয়ায় বলেন, রাহুল গান্ধীর ঠাকুমা লালুপ্রসাদ যাদবকে জেলে ভরেছিলেন। ইন্দিরা গান্ধী ২০ মাস জেলে পুরে রেখেছিলেন নীতীশ কুমারকে। তিনিই পাটনায় রাহুলকে স্বাগত জানালেন। এদিন বুঝলাম রাজনীতিতে কী না হতে পারে!

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিজেপিকে আটকানোর কৌশল ঠিক করতে পাটনায় বৈঠকে বসে বিরোধীরা। গতকাল রাতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে পাটনায় পৌঁছোন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কয়েক ঘণ্টা আগেই গতকাল বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে পাটনায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁরা যান সার্কুলার রোডে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাংলোয়। মমতার সঙ্গে দেখা করার জন্য আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী চলে এসেছিলেন ছেলের বাড়িতে। লালুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মমতা, সঙ্গে অভিষেকও। সেখানে আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন মমতা ।

নীতিশের বৈঠকে যোগ দিতে এদিন সকালে পাটনায় পৌঁছোন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন নীতিশ। বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাকত আশ্রমে যান তাঁরা। এরপর ১ অ্যানে মার্গে নীতিশের সরকারি বাসভবনে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যান তাঁরা। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এবং ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বৃহস্পতিবার রাতে পাটনায় পৌঁছেছিলেন। এদিন সকালে কন্যা সুপ্রিয়া সুলে এবং দলের নেতা প্রফুল পাটেলকে নিয়ে পাটনায় পৌঁছোন এনসিপি প্রধান শরদ পওয়ার। জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব) প্রধান উদ্ধব ঠাকরে এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁরা সকলেই হাজির হন নীতিশের বাড়িতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!