Friday, April 19, 2024
বাড়িজাতীয়কোভিড-বিধি মানতে অনুরোধ মনসুখের, দেশবাসীকে সতর্ক থাকতে বললেন গুলেরিয়া

কোভিড-বিধি মানতে অনুরোধ মনসুখের, দেশবাসীকে সতর্ক থাকতে বললেন গুলেরিয়া


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এখনও উদাসীন। করোনার বাড়বাড়ন্ত রুখতে দেশবাসীকে কোভিড-আচরণবিধি মেনে চলার অনুরোধ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দিল্লি এইমস-এ করোনা-আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এদিন দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

 তাঁর সঙ্গে ছিলেন দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। করোনা-আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে মনসুখ মান্ডব্য বলেছেন, রোগীদের শুশ্রুষা করার সময় আমাদের অনেক ডাক্তার, স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন, আমি তাঁদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”দেশের নাগরিকদের কাছে কোভিড-আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই সকলের কাছে অনুরোধ করছি কোভিড-আচরণবিধি মেনে চলুন।” দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া বলেছেন, “কোভিড আচরণবিধি, সঠিকভাবে মাস্ক পরা, হাত ধোঁয়া, ভিড় এড়িয়ে চলা ভীষণ প্রয়োজন। টিকা নেওয়াও গুরুত্বপূর্ণ। ভয় পাবেন না, এটি একটি মৃদু রোগ। সর্বদা সজাগ ও সতর্ক থাকুন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য