Saturday, February 15, 2025
বাড়িজাতীয়কোভিড-বিধি মানতে অনুরোধ মনসুখের, দেশবাসীকে সতর্ক থাকতে বললেন গুলেরিয়া

কোভিড-বিধি মানতে অনুরোধ মনসুখের, দেশবাসীকে সতর্ক থাকতে বললেন গুলেরিয়া


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এখনও উদাসীন। করোনার বাড়বাড়ন্ত রুখতে দেশবাসীকে কোভিড-আচরণবিধি মেনে চলার অনুরোধ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দিল্লি এইমস-এ করোনা-আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এদিন দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

 তাঁর সঙ্গে ছিলেন দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। করোনা-আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে মনসুখ মান্ডব্য বলেছেন, রোগীদের শুশ্রুষা করার সময় আমাদের অনেক ডাক্তার, স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন, আমি তাঁদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”দেশের নাগরিকদের কাছে কোভিড-আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই সকলের কাছে অনুরোধ করছি কোভিড-আচরণবিধি মেনে চলুন।” দিল্লি এইমস-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া বলেছেন, “কোভিড আচরণবিধি, সঠিকভাবে মাস্ক পরা, হাত ধোঁয়া, ভিড় এড়িয়ে চলা ভীষণ প্রয়োজন। টিকা নেওয়াও গুরুত্বপূর্ণ। ভয় পাবেন না, এটি একটি মৃদু রোগ। সর্বদা সজাগ ও সতর্ক থাকুন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য