নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! আর তাতেই সিলমোহর দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি দুর্নীতি-কাণ্ডে সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। চার্জশিটে কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, যে মনীশ সিসোদিয়া দুটি মোবাইল ফোন নষ্ট করার কথা স্বীকার করেছেন।
জানা গিয়েছে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ২০২০ সাল থেকে ২০২২ সালের ১৯ আগস্ট পর্যন্ত তিনটি মোবাইল ব্যবহার করতেন। তার মধ্যে দুটি ফোন ২২ জুলাই, ২০২২ সালের আগে নিজের ইচ্ছেতেই নষ্ট করে দিয়েছেন তিনি। মনীশ সিসোদিয়া জেরায় তা স্বীকারও করেছেন বলে দাবি করেছে সিবিআই। প্রমাণ লোপাট করতেই এই দুটি ফোন নষ্ট করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। চার্জশিটের এই তথ্যে শনিবার মান্যতা দিল আদালত। উল্লেখ্য, মনীশের এই ঘটনার সঙ্গে এ রাজ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তৃণমূল বিধায়ক জীবন সাহার কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছে সিবিআই।