Tuesday, January 14, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্র: ১৬ বিধায়কের অযোগ্যতার ইস্যুতে মুখোমুখি বিধানসভার স্পিকার এবং শিবসেনা (উদ্ধব)

মহারাষ্ট্র: ১৬ বিধায়কের অযোগ্যতার ইস্যুতে মুখোমুখি বিধানসভার স্পিকার এবং শিবসেনা (উদ্ধব)

মুম্বই, ১৪ মে (হি.স.) : বিধানসভার স্পিকার রাহুল নার্ভেকর এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গ্রুপ শিবসেনার (শিন্দে গোষ্ঠী) ১৬ বিধায়কের অযোগ্যতার ইস্যুতে মুখোমুখি হয়েছেন। নার্ভেকর লন্ডন থেকে মিডিয়াকে বলেন, তিনি শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না, অন্যদিকে শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে নারভেকারকে এই বিষয়ে একটি সময়সীমাবদ্ধ সিদ্ধান্ত নেওয়া উচিত।

আসলে, শিবসেনার (শিন্দে গোষ্ঠী) ১৬ জন বিধায়ক প্রথমে শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং সুরাটের পরে গুয়াহাটিতে গিয়েছিলেন। পরে আরও ২৩ শিবসেনা বিধায়কও গুয়াহাটিতে পৌঁছে শিন্দে গোষ্ঠীকে তাদের সমর্থন জানান। একই সময়ে, তৎকালীন শিবসেনা হুইপ সুনীল প্রভু ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের সামনে ১৬ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করার প্রস্তাব পেশ করেছিলেন। এর পর এই বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে শিন্দে গোষ্ঠী। এই ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট বিধানসভার স্পিকারকে ১৬ জন বিধায়কের অযোগ্যতার বিষয়ে সময়সীমাবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। বিধানসভার স্পিকার নার্ভেকর বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। তিনি লন্ডন থেকে সংবাদমাধ্যমকে বলেছেন, সময়সীমার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। এই বিষয়ে রায় দেওয়ার আগে প্রতিটি দিক খতিয়ে দেখা দরকার।

রবিবার শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত বলেন, রাহুল নার্ভেকরের কাজ দলত্যাগ করা এবং দলত্যাগের প্রচার করা। রাহুল নার্ভেকরের দলত্যাগের দীর্ঘ ইতিহাস রয়েছে। দলত্যাগ করা তার শখ। তাই আমরা তাদের কাছ থেকে ন্যায়বিচার আশা করি না। রাউত বলেন, আমরা আপনাকে আইন মেনে চলতে বলছি। সুপ্রিম কোর্টের আদেশ মানার দাবি কোনোভাবেই হুমকি নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য