Monday, January 13, 2025
বাড়িজাতীয়সিবিআইয়ের নতুন ডিরেক্টর হচ্ছেন প্রবীণ সুদ

সিবিআইয়ের নতুন ডিরেক্টর হচ্ছেন প্রবীণ সুদ


নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র অধিকর্তার হচ্ছেন প্রবীণ সুদ। সিবিআই-র ডিরেক্টর পদে বসার আগে কর্ণাটকের ডিজিপি পদে কর্মরত ছিলেন প্রবীণ। তিন পুলিশকর্তার নামের তালিকা থেকে তাঁকে বেছে নেওয়া হয় এই পদের জন্য। তিনি কর্নাটকের ডিজিপি ছিলেন। প্রবীণ সুদ ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার। দুবছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিবিআই-র অধিকর্তা বাছাই করে কেন্দ্রীয় কমিটি। কমিটির সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা। শনিবার বিকেলেই এই শীর্ষ কমিটির বৈঠকে প্রাথমিকভাবে তিন পুলিশ কর্তার নাম বাছাই করা হয়। সেই তিন জনের মধ্য থেকে অবশেষে দায়িত্ব দেওয়া হল প্রবীণ সুদকে।

উল্লেখ্য বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। তাঁর মেয়াদ শেষ হয়ে যেতে চলেছে ২৫ মে। তার আগে নতুন ডিরেক্টর নিয়োগ করল কেন্দ্রীয় কমিটি। একজন সিবিআই ডিরেক্টর দু বছর ধরে ওই পদে থাকেন। শনিবার কেন্দ্রীয় কমিটির তরফে যে তিনজন পুলিশ কর্তার নাম বাছাই করা হয় তাঁদের মধ্যে প্রবীণ সুদ ছাড়াও ছিলেন সুধীর সাক্সেনা ও তাজ হাসান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য