Wednesday, July 16, 2025
বাড়িজাতীয়রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী ২০ এপ্রিল নির্দেশ জানাল সুরাটের আদালত

রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী ২০ এপ্রিল নির্দেশ জানাল সুরাটের আদালত



সুরাট (গুজরাট), ১৩ এপ্রিল(হি.স.): ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দু’বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধীর ৷ সেই রায়ের বিরুদ্ধে সুরাটের সেশন কোর্টে আবেদন করেন তিনি ৷ বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগামী ২০ এপ্রিল এই নিয়ে নির্দেশ দেওয়া হবে ৷ ফলে রাহুলের কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হল কি না, তা জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতেই হবে ৷

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচন চলাকালীন কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী পদবি বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ তাঁর বিরুদ্ধে গুজরাটের সুরাট আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী ৷ সেই মামলায় আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয় আদালত৷

দু’বছরের কারাদণ্ড হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে বাতিল হয়ে যায় রাহুল গান্ধীর সাংসদ পদ ৷ তাঁকে সাংসদ হিসেবে পাওয়া সরকারি বাংলোও ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছে সাম্প্রতিক সময়ে ৷ কংগ্রেসের দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে ৷ অন্যদিকে রাহুল গান্ধীর দাবি, তিনি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে ৷ আর বিজেপি বলছে, যা হয়েছে, আইন মেনেই হয়েছে ৷

রাহুল গান্ধীকে শাস্তি দেওয়ার পরও একমাসের জন্য জামিন দিয়েছিল আদালত, যাতে তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারেন এই রায়ের বিরুদ্ধে ৷ সেই মতো সুরাতের সেশন কোর্টের দ্বারস্থ হন রাহুল ৷ বৃহস্পতিবার মামলার শুনানি হয়৷ সেখানেই আদালত জানিয়ে দেয় যে রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা নিয়ে আগামী ২০ এপ্রিল নির্দেশ দেওয়া হবে ৷

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!