Thursday, September 28, 2023
বাড়িজাতীয়উদ্ধব ঠাকরের ফের মুখ্যমন্ত্রী হওয়া অসম্ভব, দাবি দেবেন্দ্র ফড়নবীস-এর

উদ্ধব ঠাকরের ফের মুখ্যমন্ত্রী হওয়া অসম্ভব, দাবি দেবেন্দ্র ফড়নবীস-এর

মুম্বই, ১৩ এপ্রিল(হি.স.) : উদ্ধব ঠাকরের ফের মুখ্যমন্ত্রী হওয়া অসম্ভব বলে দাবি করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। একনাথ শিন্দেই মুখ্যমন্ত্রী থাকবেন এবং তার নেতৃত্বেই পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে দেবেন্দ্র ফড়নবিস বলেন, মহারাষ্ট্রে ক্ষমতার লড়াইয়ের বিষয়ে এখনও সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সুপ্রিম কোর্টে যেভাবে শুনানি হয়েছে, তা মানুষের পক্ষে স্বাভাবিক। একটি মতামত গঠন করতে একজন আইনজীবী হিসেবে, এটা আমার মূল্যায়ন যে সুপ্রিম কোর্ট উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদে পুনর্বহাল করবে না। এর কারণ ছিল উদ্ধব ঠাকরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগেই পদত্যাগ করেছিলেন। ফড়নবীস আরও বলেন, ক্ষমতার লড়াইয়ের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ন্যায্যভাবে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য