নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): করোনা নিয়ে সমগ্র দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। দেশের কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, বিশ্বব্যাপী প্রতিদিন গড়ে ৯৪ হাজার কোভিড সংক্ৰমণ রিপোর্ট করা হচ্ছে। কিন্তু ভারতে, মাত্র ৯৬৬টি সংক্ৰমণ হচ্ছে। যা বিশ্বব্যাপী মোট মামলার মাত্র এক শতাংশ।
তিনি বলেছেন, ভারতে বেশিরভাগ সংক্ৰমণ আটটি রাজ্য থেকে রিপোর্ট করা হচ্ছে, যেখানে মহারাষ্ট্রে সর্বোচ্চ, তারপরে গুজরাট, কেরল এবং কর্ণাটক রয়েছে। ভূষণ বলেছেন, ভারতে গত মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সংক্ৰমণ বৃদ্ধি হয়েছে, যে কারণে সংক্রমণের হার ০.০৯ শতাংশ থেকে এক শতাংশে উন্নীত হয়েছে। তিনি বলেন, কোভিড-১৯ পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে এই রাজ্যগুলিতে একটি বিশদ পরামর্শ জারি করা হয়েছে।