Tuesday, March 25, 2025
বাড়িজাতীয়আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর নির্ভরশীল : রাহুল গান্ধী

আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর নির্ভরশীল : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): তাঁর ধর্ম সত্য ও অহিংসার ওপর নির্ভরশীল। টুইট করে জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ‘মোদী উপাধি’ মন্তব্যের জন্য বৃহস্পতিবারই রাহুলকে দোষী সাব্যস্ত করেছে গুজরাটের সুরাটের জেলা আদালত। এরপরই রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম।” জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি তুলে ধরেন রাহুল গান্ধী।

এদিকে, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। রিজিজু এদিন রাহুলের দোষী সাব্যস্ত হওয়ার খবর শোনার পর বলেছেন, “রাহুল গান্ধী যাই বলুক না কেন তা সর্বদা কংগ্রেস দল এবং সমগ্র দেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। কয়েকজন কংগ্রেস সাংসদ আমাকে বলেছেন, তাঁর মনোভাবের কারণে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য