মুম্বই, ২৩ জানুয়ারি (হি.স.): কখনও মারাঠিদের অপমান, তো কখনও শিবাজী মহারাজকে নিয়ে বেফাঁস মন্তব্য। একের পর এক বিতর্কে জড়িয়ে অবশেষে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি ইস্তফার ইচ্ছাপ্রকাশ করার পাশাপাশি কোশিয়ারি সোশ্যাল মিডিয়ায় যেভাবে লিখলেন, তাতে তিনি যে মন থেকে রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে।
মারাঠা ভূমের রাজ্যপাল সোমবার টুইটারে জানালেন, “সম্প্রতি প্রধানমন্ত্রীর মুম্বই সফর চলাকালীন আমি নরেন্দ্র মোদীর কাছে ইচ্ছপ্রকাশ করেছিলেন আমায় সব ধরনের রাজনৈতিক দায়িত্ব থেকে ছেড়ে দেওয়া হোক। জীবনের বাকিটা সময় আমি পড়াশোনা, লেখা এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকতে চাই।” এরপর তিনি লেখেন, “মহারাষ্ট্রের মত মহান রাজ্যের রাজ্যপাল বা রাজ্য সেবকের কাজ করাটা আমার কাছে গর্বের ছিল। তিন বছরের বেশী সময় ধরে রাজ্যপালের দায়িত্ব পালন করে মহারাষ্ট্রের মানুষের কাছে অনেক ভালবাসা পেয়েছি। যার জন্য আমি কৃতজ্ঞ।”