Tuesday, January 14, 2025
বাড়িজাতীয়গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হবে, দাবি গুজরাটের বিচারকের

গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হবে, দাবি গুজরাটের বিচারকের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩জানুয়ারি: অবৈধভাবে গবাদিপশু পরিবহনের দায়ের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের একটি আদালত। রায়ে গরু জবাইয়ের বিষয়ে আদালত কিছু কৌতূহলী পর্যবেক্ষণ দিয়েছেন। খবর এনডিটিভিরগুজরাটের তাপি জেলা আদালতের মুখ্য জেলা জজ তাঁর পর্যবেক্ষণে দাবি করেন, গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিচারকের এ উদ্ধৃতি আইনি সংবাদ ওয়েবসাইট ‘লাইভ ল’ প্রকাশ করেছে।বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাস তাঁর পর্যবেক্ষণে আরও দাবি করেন, গোবরের তৈরি ঘরে পারমাণবিক বিকিরণের প্রভাব পড়ে না। এ ছাড়া গোমূত্র অনেক দুরারোগ্য রোগ নিরাময় করে।

১৬টির বেশি গরু অবৈধভাবে পরিবহনের মামলায় গত বছরের নভেম্বরে রায় দেন আদালত। এ মামলায় গত বছরের আগস্টে আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়।গোরক্ষা-সংক্রান্ত সব আলোচনা পুরোপুরি বাস্তবায়িত না হওয়া নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। ‘বার অ্যান্ড বেঞ্চ’ এ তথ্য জানান।বিচারক বলেন, গরু শুধু প্রাণী নয়, সে মা-ও। একটি গরু ৬৮ কোটি পবিত্র স্থান ও ৩৩ কোটি দেবতার জীবন্ত গ্রহ।গোহত্যার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন বিচারক। তিনি বিভিন্ন শ্লোকের উল্লেখ করে বলেন, ‘গরুকে অসুখী রাখলে আমাদের সম্পদ-সম্পত্তি বিলীন হয়ে যায়।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য