Thursday, April 18, 2024
বাড়িজাতীয়চিন-সহ পাঁচ দেশের আগত যাত্রীদের করোনা নেগেটিভের শংসাপত্র বাধ্যতামূলক

চিন-সহ পাঁচ দেশের আগত যাত্রীদের করোনা নেগেটিভের শংসাপত্র বাধ্যতামূলক



নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.) : চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ পাঁচ দেশ থেকে আগত যাত্রীদের জন্য করোনা পরীক্ষার নেগেটিভ শংসাপত্র থাকা বাধ্যতামূলক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, করোনার নেগেটিভ শংসাপত্র না থাকলে কাউকে যাতে বিমানে চড়তে দেওয়া না হয় তার জন্য দেশের বিমান সংস্থাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনা নেগেটিভের শংসাপত্র না দেখালে কাউকে দেশে ঢুকতে দেওয়া হবে না।

আগামী বছরের শুরুতেই দেশে করোনাভাইরাসের নয়া ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যে কারণে আগামী ৪০ দিন মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্ক থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রককে পরামর্শও দিয়েছেন তাঁরা। আর ওই পরামর্শ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। কোভিড সংক্রমণের ক্ষেত্রে আগামী ৪০ দিন কেন গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা দিতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ‘গত দুই বছর ধরে লক্ষ্য করা গিয়েছে, পূর্ব এশিয়ায় মারণ ভাইরাসের সংক্রমণ বেলাগাম হওয়ার ৩০ থেকে ৩৫ দিনের মাথায় দেশে করোনার ঢেউ আছড়ে পড়েছে। জাপান, চিন ও দক্ষিণ কোরিয়ায় যেহেতু গত মাসখানেক ধরে প্রাণঘাতী ভাইরাস তাণ্ডব চালাচ্ছে, তাই কয়েকদিনের মধ্যে ভারতজুড়ে করোনার নতুন ঢেউ আছড়ে পড়তে পারে।’ তাই ওই সব দেশ থেকে আসা বিমান যাত্রীদের মাধ্যমে যাতে দেশে মারণ ভাইরাস সংক্রমিত হতে না পারে তার জন্য করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আগামী সপ্তাহ থেকে থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য