স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ অক্টোবর : বিহারে নৌকোডুবি! শনিবার রাতে মোতিহারীতে নৌকো উলটে মৃত্যু হল একটি যাত্রীবোঝাই নৌকার তিন জন যাত্রীর। দুর্ঘটনার কবলে পড়ে নৌকোয় থাকা ১৪ জন যাত্রী। তাঁদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়রাই উদ্ধারকাজ চালায়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরওয়ারী তোলা সারেহ এলাকায় শনিবার রাত সাড়ে দশটা নাগাদ মাঝনদীতে নৌকোটি উলটে যায়। ১৪ যাত্রীই জলে পড়ে যান। বিষয়টি নজরে আসতেই ঝলে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়ারা। পরে উদ্ধারকাজে যোগ দেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। এর ফলে ১১ জনকে বাঁচানো গিয়েছে। যদিও দুর্ঘটনায় তিন জন যাত্রীর মৃত্যু হয়েছে। পরে প্রকাশ্যে এসেছে তাঁদের পরিচয়।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন কৈলাস সহানি (৫০), মুকেশ কুমার (২৫) এবং বাবুলাল সহানি (৩০)। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিবলাল সহানি বলেন, ভারসাম্য হারিয়ে ফেলেছিল নৌকোটি। হাজার চেষ্টাতেও তীরে ফিরতে পারছিল না। শেষ পর্যন্ত সেটি উলটে যায়। খবর পেয়ে পুলিশ এবং এনডিআরএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত ব্যবস্থা নেন।

