Friday, December 5, 2025
বাড়িজাতীয়ভোটে জিতলে পরিবার পিছু সরকারি চাকরি! বিহার নির্বাচনের আগে বড় ঘোষণা তেজস্বীর

ভোটে জিতলে পরিবার পিছু সরকারি চাকরি! বিহার নির্বাচনের আগে বড় ঘোষণা তেজস্বীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ অক্টোবর : ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। লড়াইয়ের ময়দানে একে একে নামে পড়ছে সব দল। এর মাঝেই আসন রফা করতে না পারলেও প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসেছে আরজেডি। বিহারের সব বাড়িতে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। তাঁর দাবি ঝড় তুলেছে বিহারের রাজনৈতিক মহলে।

বিহারের হাই ভোল্টেজ নির্বাচনের আগে আরজেডি নেতা তেজস্বী যাদব সাংবাদিকদের জানিয়েছেন, বিহারে বিরোধী জোট ‘মহাগটবন্ধন’ ক্ষমতায় এলে, সরকার গঠনের ২০ দিনের মধ্যে রাজ্যের সব পরিবারের অন্তত একজন সরকারি চাকরি পাবেন। তেজস্বীর দাবি, বিহারের কোনও বাড়ি এমন থাকবে না যেখানে চাকরি নেই।
বৃহস্পতিবার, পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী বলেন, “আমরা আজ এক ঐতিহাসিক ঘোষণা করছি। অএনেকি জানতে চেয়েছেন আমরা কীভাবে বিহারকে এগিয়ে নিয়ে যাবো। গত ২০ বছরে এই সরকার একবারও এটা বোঝেনি বিহারের সবথেকে বড় সমস্যা বেকারত্ব।” তাঁর দাবি শাসক জেডিইউ এবং তার জোটসঙ্গি বিজেপি কাউকে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না। উল্টে বেকার ভাতা দেওয়ার কথা বলছে।

তেজস্বীর দাবি, সরকার গঠনের ২০ দিনের মধ্যে আইন করে এই কাজ শুরু করা হবে এবং ২০ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য