Thursday, November 13, 2025
বাড়িবিশ্ব সংবাদভারতকে রক্তাক্ত করতে জইশের মহিলা ব্রিগেডের নেতৃত্বে মাসুদের বোন

ভারতকে রক্তাক্ত করতে জইশের মহিলা ব্রিগেডের নেতৃত্বে মাসুদের বোন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ অক্টোবর : অপারেশন সিঁদুরে জইশের কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। এক রাতের অপারেশনে গুঁড়িয়ে যায় পাক ভূখণ্ডে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয় জঙ্গি নেতা মাসুদ আজাহারের পরিবারের ১১ সদস্যের। সেই ধাক্কা সামলে ফের ঘর গোছানোর চেষ্টা করছে জইশ। সম্প্রতি, সংগঠনের ইতিহাসে প্রথমবার মহিলা ব্রিগেড তৈরির কথা ঘোষণা করেছে তারা। এই ব্রিগেডের নেতৃত্বে থাকছে মাসুদ আজাহারের বোন সাদিয়া। প্রসঙ্গত, সাদিয়া স্বামীকে অপারেশন সিঁদুরে খতম করে ভারতীয় সেনা।

আইএসআইএস, বোকো হারাম, হামাস এবং এলটিটিই-এর মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি প্রায়ই আত্মঘাতী হামলার জন্য মহিলাদের ব্যবহার করে। কিন্তু এর আগে কখনও জেইএম অথবা লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলি তা করেনি। এবার নিজেদের সেই পন্থা বদলেছে জঙ্গি সংগঠন জইশ। ভাওয়ালপুরের মার্কাজ-উসমান-ও-আলি থেকেই এই সংগঠন তৈরি করা শুরু করেছে জইশ। নতুন এই মহিলা ব্রিগেডের নাম জামাত-উল-মোমিনাত। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় ভাওয়ালপুরে জইশের সদরদপ্তর গুঁড়িয়ে দেয় সেনা।

জানা গিয়েছে, ‘জামাত-উল-মোমিনাত’ জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বৃদ্ধির চেষ্টা করছে তারা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। জইশের সার্কুলারে থাকা ছবি যে ইঙ্গিত দিচ্ছে তার থেকে বিশেষজ্ঞদের ধারণা, এই ব্রিগেড ধর্মের নামে মহিলাদের প্রলুব্ধ করে নিজেদের দলে যোগ দেওয়ানোর চেষ্টা করবে। জইশের সার্কুলারে মক্কা এবং মদিনার ছবি রয়েছে। পাশাপাশি এই সার্কুলারের বার্তার মধ্য দিয়ে শিক্ষিত এবং শহুরে মুসলিম মহিলাদের টার্গেট করা হবে বলেই মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য