Thursday, April 18, 2024
বাড়িবিশ্ব সংবাদব্রাজিলে বস্তিতে পুলিশের অভিযানে নিহত অন্তত ১৮

ব্রাজিলে বস্তিতে পুলিশের অভিযানে নিহত অন্তত ১৮

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২১জুলাই:  রিউ দি জানেইরুর একটি বস্তিতে অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের পুলিশ।বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের আগে ৪০০ সশস্ত্র সামরিক পুলিশ শহরের অন্যতম সহিংস আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী গ্যাংয়ের বিরদ্ধে অভিযানে নামে।

নিহতদের মধ্যে ১৬ জনই সন্দেহভাজন অপরাধী; এর বাইরে এক পুলিশ কর্মকর্তা এবং এক পথচারীও আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।বৃহস্পতিবার সারাদিন ধরে চলা এই অভিযানের সময় বস্তিটির বিভিন্ন ঘরে হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে ছিলেন।পুলিশ বলছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল অপরাধীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করা। এই অপরাধীরা অন্যান্য বস্তির নিয়ন্ত্রণ রাখা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছিল।

আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীটির অনেক সদস্য সামরিক পুলিশের উর্দি পরে থাকায় তাদের শনাক্তে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের বেগ পেতে হয় বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে।অভিযানে ৪০০ পুলিশ সদস্যের পাশাপাশি ১০টি বুলেটপ্রুফ যান ও চারটি হেলিকপ্টারও অংশ নিয়েছে।স্থানীয়দেরকেই গাড়িতে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। সেসময় পুলিশ কোনো ধরনের সহায়তা করেনি বলে অভিযোগ করেছেন আনাক্রিম মানবাধিকার কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেজ।

“পুলিশের লক্ষ্য ছিল না তাদের গ্রেপ্তার করা, তাদের লক্ষ্যই ছিল মেরে ফেলা। যে কারণে আহতদের কোনো সাহায্য দরকার নেই বলেই ভেবেছিল তারা,” বলেছেন তিনি।

ব্রাজিলের রিউ দি জানেইরুর ঘিঞ্জি বস্তিগুলোতে প্রাণঘাতী সহিংসতা নতুন নয়; দেশটির পুলিশ প্রায়ই এ বস্তিগুলোতে মাদকপাচারকারীদের ধরতে অভিযানে যায়।তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, পুলিশের এ ধরনের অভিযানে অপরাধী চক্রগুলোর কোনো ক্ষতিই হয় না, উল্টো বস্তিগুলোতে থাকা স্বল্প আয়ের বিপুল সংখ্যক মানুষের জীবন বিপন্ন হয়।মে-তে ভিলা ক্রুজেইরো বস্তিতে এমনই এক অভিযানে এক নারী পথচারীসহ ২২ জনের মৃত্যু হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য