Thursday, July 24, 2025
বাড়িবিশ্ব সংবাদবালোচিস্তানে বাস থেকে নামিয়ে খুন ৯ জন যাত্রীকে! 

বালোচিস্তানে বাস থেকে নামিয়ে খুন ৯ জন যাত্রীকে! 

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুলাই : পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বাস থেকে নামিয়ে অপহরণ করা হয় বেশ কয়েক জন যাত্রীকে। অপহৃতদের মধ্যে ন’জনকে হত্যা করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বালোচিস্তানের প্রাদেশিক সরকার। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে।

শুক্রবার সকালে ঘটনার বিবরণ দিয়ে বালোচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রদেশের ঝোভ এবং লরালাই জেলার সীমানায় সুর-ডাকাই এলাকায় হঠাৎই দু’টি যাত্রিবাহী বাসকে থামায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল বাসটি। বাস থেকে কয়েক জন যাত্রীকে নামিয়ে নিকটবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ন’জনকে খুন করা হয় বলে অভিযোগ। রাতভর অভিযান চালিয়ে নিহতদের দেহ উদ্ধার করে প্রশাসন। আর এক সরকারি আধিকারিক নাভিদ আলম জানিয়েছেন, ন’জনের শরীরেই বুলেটের ক্ষত রয়েছে।

পাকিস্তানের আফগানিস্তান এবং ইরান সীমান্তবর্তী বালোচিস্তান প্রদেশে স্বাধীনতাপন্থী বিদ্রোহী বালোচদের সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সঙ্গে ধারাবাহিক সংঘর্ষ চলছে পাক সেনা এবং আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের। বিদ্রোহী বালোচদের অভিযোগ, বালোচিস্তান প্রদেশ থেকে গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন করে নিয়ে গিয়ে পঞ্জাব প্রদেশে পাচার করছে পাক সরকার। অথচ বালোচিস্তানে কোনও উন্নয়ন করছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!