Tuesday, July 15, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘সর্বশক্তি দিয়ে ঝাঁপাব’, ভারতে পরমাণু হামলার হুমকি পাক রাষ্ট্রদূতের

‘সর্বশক্তি দিয়ে ঝাঁপাব’, ভারতে পরমাণু হামলার হুমকি পাক রাষ্ট্রদূতের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ মে : পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পালটা হুমকি দিতে দেখা গিয়েছে ইসলামাবাদকে। এবার রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামিল সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন। জানিয়ে দিলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তানও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। প্রয়োজনে পরমাণু হামলাও চালাবে।

গত ২২ এপ্রিল দুপুরে বৈসরন ভ্যালি রিসর্টে হামলা চালায় চার জঙ্গি। তার মধ্যে দু’জন পাকিস্তানি। বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা। ধর্ম জিজ্ঞাসা করে সেখানে উপস্থিত ২৫ পর্যটক ও এক স্থানীয় নাগরিককে হত্যা করে তারা। এই ঘটনার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ বেড়েছে। এই হামলায় পাকিস্তানের যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দেশ। এদিকে পাকিস্তানও পালটা হুমকি দিয়েই চলেছে। এহেন পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে মহম্মদ খালিদ জামিল বলেন, ”ভারত ও পাকিস্তানের কথা বলতে গেলে, আমরা সংখ্যাগত তুলনার এই বিতর্কে জড়াতে চাই না। আমরা প্রচলিত এবং পারমাণবিক- উভয় শক্তির পূর্ণ ব্যবহার করব।”

সেই সঙ্গেই ভারতীয় সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তুলতে দেখা যায় তাঁকে। জামিলের কথায়, ”ভারতের উন্মত্ত সংবাদমাধ্যম এবং সেখান থেকে আসতে থাকা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাদের বাধ্য করছে। কিছু ফাঁস হওয়া নথি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালানোর কথা জানা গিয়েছে। যা থেকে আমরা বুঝতে পেরেছি এটা ঘটতে চলেছে। এবং শিগগিরিই।”

প্রসঙ্গত, শনিবার ভারত-অ্যাঙ্গোলা দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলনেও প্রধানমন্ত্রী মোদি গর্জে উঠেছেন। জানিয়ে দিয়েছেন, পহেলগাঁওয়ে হামলাকারী ইসলামিক সন্ত্রাসবাদীরা ছাড় পাবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ভারত সরকার বদ্ধপরিকর। বস্তুত, মোদি বারবার ইঙ্গিত দিচ্ছেন, সন্ত্রসদমনে চেষ্টার কোনও কসুর ভারত সরকার করবে না। শুধু তাই নয়, যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, যারা আড়াল থেকে সাহায্য করে, তাদের যেটুকু অস্তিত্ব অবশিষ্ট আছে, সেটাও গুঁড়িয়ে দেওয়া হবে। নয়াদিল্লির এমন হুঁশিয়ারিতে হাঁটু কাঁপছে পাকিস্তানের। আর সেই পরিস্থিতিতে পালটা হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য