Tuesday, March 25, 2025
বাড়িবিশ্ব সংবাদভারতে প্রত্যর্পণ এড়াতে ভানুয়াতুর নাগরিকত্ব! ললিতের পাসপোর্ট বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতে প্রত্যর্পণ এড়াতে ভানুয়াতুর নাগরিকত্ব! ললিতের পাসপোর্ট বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মার্চ : ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করেছিলেন ললিত মোদি। কিন্তু সেদেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাট সাফ জানিয়ে দিয়েছেন, ললিতের পাসপোর্ট বাতিল করা হবে। ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে ইন্টারপোলে আবেদন করেছিল ভারত। যদিও সেই আবেদন খারিজ হয়েছে। সেই বিষয়টিই উল্লেখ করে ললিতের পাসপোর্ট বাতিল করা হল বলে জানিয়েছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী।

বিদেশমন্ত্রকের তরফে গত শুক্রবার জানানো হয়, ললিত মোদি ভারতের পাসপোর্ট ছাড়তে চান। অর্থাৎ এ দেশের নাগরিকত্ব আর রাখতে চাইছেন না পলাতক ব্যবসায়ী। তিনি লন্ডনের ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছেন। শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কথা স্বীকারও করে নিয়েছেন। রণধীর জানিয়েছেন, “ললিত পাসপোর্ট ছাড়ার জন্য আবেদন করেছেন। তাঁর আবেদন পত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, “ললিতের বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার, সেটা নেওয়া হবে।”

তারপরেই শোনা যায়, ললিত ভারতের পাসপোর্ট ছেড়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছেন। ওই দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই। তাই আগামী দিনে তিনি যদি ভারতের আইনে দোষীও সাব্যস্ত হন, তাতেও তাঁকে দেশে ফেরাতে পারবে না ভারত। সেই ছকেই ভারতীয় নাগরিকত্ব ছাড়তে চাইছেন তিনি। ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে চেয়ে দুবার ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ভারত। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে খারিজ হয়েছে ভারতের আবেদন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য