Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদআমেরিকায় আশ্রয় চেয়েছে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড।

আমেরিকায় আশ্রয় চেয়েছে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ মার্চ : ভারতে ফেরত গেলেই প্রবল অত্যাচারের শিকার হতে হবে! এই মর্মে আবেদন জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করলেন তাহাউর রানা। গতমাসেই ২৬/১১ হামলার মূল অভিযুক্তকে ভারতে প্রত্যর্পণ করতে রাজি হয়েছে আমেরিকা। তারপরেই আইনি পদক্ষেপ তাহাউরের। তাঁর দাবি, মুসলিম হওয়ার কারণে নাকি অত্যাচারিত হতে হবে ভারতে। তাই আরও বেশ কয়েকদিন আমেরিকায় আশ্রয় চেয়েছে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড।

২৬/১১ কাণ্ডের অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা এখন আমেরিকায় জেল খাটছে। মুম্বইয়ে হওয়া ওই ভয়াবহ হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায ফের তাকে গ্রেপ্তার করা হয়। গত বছর আগস্ট মাসে মার্কিন কোর্ট অফ আপিল ফর নাইনথ সার্কিট তাহাউরের প্রত্যর্পণে সায় দেয়।

গতমাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের পরে ট্রাম্প ঘোষণা করেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে আমার সরকার ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ভয়ঙ্করতম মানুষগুলোর মধ্যে অন্যতম ওই ব্যক্তি ভারতের বিচারব্যবস্থার সম্মুখীন হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য