Friday, February 7, 2025
বাড়িবিশ্ব সংবাদসংক্রমণ বাড়ায় বেইজিংয়ের চাওইয়াংয়ে কোভিড শনাক্তে গণপরীক্ষা শুরু

সংক্রমণ বাড়ায় বেইজিংয়ের চাওইয়াংয়ে কোভিড শনাক্তে গণপরীক্ষা শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল। কোভিড রোগীর ঊর্ধ্বগতি দেখে চীনের রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ তাদের একটি জেলায় গণপরীক্ষা কার্যক্রম শুরু করেছে।সপ্তাহান্তে চাওইয়াং জেলায় ২৬ কোভিড রোগী শনাক্ত হয়েছে; বেইজিংয়ে সাম্প্রতিক প্রাদুর্ভাবে এটিই এখন পর্যন্ত শনাক্ত সর্বোচ্চ রোগী বলে জানিয়েছে বিবিসি।

পর্যাপ্ত খাদ্য আছে- সরকারের এমন আশ্বাস সত্ত্বেও গণপরীক্ষার ঘোষণা আসার পরপরই বিভিন্ন সুপারমার্কেটের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।সংক্রমণের ঊর্ধ্বগতিতে পরিস্থিতি ধীরে ধীরে সাংহাইয়ের মতো হয়ে যায় কিনা, এ নিয়েও চীনের রাজধানীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আছে।এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব সাংহাইয়ের আড়াই কোটির মতো মানুষকে গত কয়েক সপ্তাহ ধরে ঘরবন্দি থাকতে হচ্ছে।চাওইয়াংয়ের রোগ প্রতিরোধ দলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেইজিংয়ের সবচেয়ে জনবহুল জেলার ৩৫ লাখ বাসিন্দার সবাইকে মোট তিন দফা শনাক্তকরণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

এই বিজ্ঞপ্তি আসার পরপরই জেলাটির বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি করে সংগ্রহ করে রাখার লক্ষ্যে সুপারমার্কেটে ছুটে যান।স্থানীয় গণমাধ্যমের ছবিতে সুপারমার্কেটের খালি তাক ও চেক-আউট কাউন্টারে ভিড় দেখা গেছে।পরিস্থিতি মোকাবেলায় বেইজিংয়ের গুরুত্বপূর্ণ সব সুপারমার্কেটই তাদের দোকান খোলা রাখার সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে।   

শাকসব্জি, পোল্ট্রি ডিম, মাংসের মতো পণ্যের সরবাহ বাড়াতে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে গ্লোবাল টাইমস।

চাওইয়াংয়ের গণপরীক্ষা কোথায় কোথায় বিধিনিষেধের মাত্রা বাড়াতে হবে সে বিষয়ক ধারণা দেবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানায় চীনের এ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।বেইজিংয়ের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের উপপরিচালক পাং জিনগুও আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলিকে বলেছেন, আসছে দিনগুলোতে চীনের রাজধানীতেও কোভিড রোগীর সংখ্যা বাড়বে বলেই তিনি অনুমান করছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য