Tuesday, March 25, 2025
বাড়িবিশ্ব সংবাদনিষিদ্ধ হবে আওয়ামি লিগ? আজ মহা বৈঠকের পর বড় ঘোষণা করবেন ইউনুস

নিষিদ্ধ হবে আওয়ামি লিগ? আজ মহা বৈঠকের পর বড় ঘোষণা করবেন ইউনুস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : দ্রুত নিষিদ্ধ করা হোক আওয়ামি লিগকে। বিএনপির মতো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি তথাকথিত ‘বিপ্লবী’ ছাত্ররাও এখন এই দাবিতেই সরব। আর এতেই হাসিনার দলকে রাজনীতির ময়দান থেকে মুছে ফেলার ছুঁতো পেয়ে গিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। আজ শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই বৈঠকে বক্তব্য রাখার পর বড় কোনও ঘোষণা করতে পারেন তিনি বলেই সূত্রের খবর। মনে করা হচ্ছে, শেখ হাসিনার দল আওয়ামিকে নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, রাজধানী ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ডাকা হয়েছে। আজ বেলা তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠক চলবে। আলোচনার পর প্রধান উপদেষ্টা ইউনুস বৈঠকে বক্তব্য রাখবেন। কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিএনপিও। এনিয়ে খালেদা জিয়ার দল জানিয়েছে, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। আজকে যে রাজনৈতিক দলগুলো বৈঠকে থাকবে আগামী দিনের তাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাবে ইউনুস সরকার।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গত বুধবার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ গঠন করে সরকার। যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস। এই মুহূর্তে তাঁর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে জামাত। কয়েকদিন আগে ইউনুসের সঙ্গে গিয়ে কথা বলেন বিএনপির প্রতিনিধিরাও। সেই বৈঠকেও আওয়ামিকে নিষিদ্ধ করা নিয়ে কথা হয়। এই ব্যাপারে সহমত হয় বিএনপিও। তবে আওয়ামিকে নিয়ে খালেদা জিয়ার দলের অন্দরেও দ্বিমত রয়েছে। একটা পক্ষ চাইছে হাসিনার দলকে নিষিদ্ধ করা হোক। কিন্তু অন্য একটা পক্ষ চাইছে রাজনীতিতে থাকুক আওয়ামি। কারণ কোনও রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা হলে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে মৌলবাদীদের প্রভাব বাড়বে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য