Wednesday, May 21, 2025
বাড়িবিশ্ব সংবাদমোদী-ট্রাম্প যৌথ বিবৃতি বার্তা দিল পাকিস্তানকেও !

মোদী-ট্রাম্প যৌথ বিবৃতি বার্তা দিল পাকিস্তানকেও !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে সন্ত্রাসবাদ দমন নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। মোদী এবং ট্রাম্পের ওই যৌথ বিবৃতিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে অসন্তুষ্ট ইসলামাবাদ। ওই বিবৃতিকে ‘একতরফা’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে তারা।

মোদী, ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে। তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না-পারে, পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে পাকিস্তানের উল্লেখেই অসন্তোষ প্রকাশ করেছেন সে দেশের বিদেশ বিষয়ক মুখপাত্র শাফকাত আলি খান। শুক্রবার তিনি জানান, এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখে তিনি বিস্মিত। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে, তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শাফকাতের দাবি, মোদী-ট্রাম্পের বিবৃতি ‘একতরফা এবং বিভ্রান্তিকর’। এই ধরনের মন্তব্য ‘কূটনৈতিক নিয়মের পরিপন্থী’ বলেও দাবি করেছেন তিনি।

সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে আগেও একাধিক বার সরব হয়েছে ভারত। ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পর এ বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে।

মোদীর সঙ্গে বৈঠকের পরেই ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জানান ট্রাম্প। বলেন, “বিশ্বের অন্যতম শত্রু, যিনি ২০০৮ সালে মুম্বই হামলায় জড়িত, তাঁকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাহাউর পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক। বর্তমানে ক্যালিফর্নিয়ার জেলে তিনি বন্দি। কিছু দিন আগে তাঁকে ভারতে প্রত্যর্পণে সায় দিয়েছিল আমেরিকার আদালত। তাহাউর সম্পর্কে ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরেই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় দুই দেশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!