স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি : আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হয়েছেন ‘মোদির বন্ধু’ তুলসী গাবার্ড। বুধবারই এই গুরুত্বপূর্ণ পদে শপথ নিয়েছেন তিনি। ক্ষমতায় ফিরে গোয়েন্দা প্রধান হিসাবে তুলসীকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট দলের এই প্রাক্তন সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু হিসাবেই পরিচিত। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন নমো। পাশাপাশি দুজনের বৈঠকে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে।
আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হয়েছেন ‘মোদির বন্ধু’
সম্পরকিত প্রবন্ধ