Tuesday, March 18, 2025
বাড়িবিশ্ব সংবাদনতুন মুদ্রা তৈরি হবে না মার্কিন টাঁকশালে, ‘অপব্যয়’ কমাতে নয়া নির্দেশ ট্রাম্পের

নতুন মুদ্রা তৈরি হবে না মার্কিন টাঁকশালে, ‘অপব্যয়’ কমাতে নয়া নির্দেশ ট্রাম্পের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : ক্ষমতায় বসেই ‘অপব্যয়’ কমিয়ে আমেরিকাকে শ্রেষ্ঠ আসনে বসানোর প্রতিজ্ঞা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার টাঁকশালে নয়া মুদ্রা তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে এনে এই বিষয়ে যুক্তিও পেশ করেছেন ট্রাম্প। জানিয়েছেন, আমেরিকার একটি মুদ্রা (পেনি) ছাপাতে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়।

আমেরিকার খুচরো মুদ্রা পেনির মূল্য এক ডলারের মাত্র এক শতাংশ। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী, এই মুদ্রা ছাপাতে খরচ হয় এক ডলারের দুই শতাংশ। এই অপব্যয় একেবারেই নাপসন্দ ডোনাল্ড ট্রাম্পের। যার জেরেই ব্যয় সংকোচের লক্ষ্যে অর্থদপ্তর নির্দেশ দেওয়া হয়েছে পেনি না ছাপানোর জন্য। তবে ট্রাম্পের মুদ্রা ছাপানোর উপর নিষেধাজ্ঞা জারি হলেও প্রশ্ন উঠছে পেনির ভবিষ্যৎ নিয়ে। কারণ, মার্কিন অর্থব্যবস্থায় এই পেনির ব্যবহার বিপুল।

এদিকে ক্ষমতায় আসার পরই আমেরিকায় বাণিজ্য করা দেশগুলির উপর বাড়তি শুল্ক বসানো নিয়ে বিতর্কের মাঝেই সোমবার নয়া বিজ্ঞপ্তি জারি করেছে হোয়াইট হাইস। যেখানে, অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, আমেরিকায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারী সবচেয়ে বড় দেশ হল কানাডা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো।

আমেরিকাকে বিশ্ব আসনে সবার উপরে বসানোর লক্ষ্যে এই দুই দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। ট্রাম্পের দাবি ছিল, এই দুই দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ অবৈধভাবে আমেরিকায় ঢোকে। এই দুই দেশ যদি তাদের সীমান্ত সুরক্ষিত না করে সেক্ষেত্রে বাড়তি শুল্ক চাপানো হবে তাদের উপর। যদিও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে বাড়তি শুল্কের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হয়। এবার অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আসলে ঘুরপথে এই দুই দেশের উপরই শুল্ক চাপানো হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য