Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদ৬০ বছর বাদে ভারতে ফেরত আসতে চলেছে ৫০০ বছরের পুরনো ব্রোঞ্জের একটি...

৬০ বছর বাদে ভারতে ফেরত আসতে চলেছে ৫০০ বছরের পুরনো ব্রোঞ্জের একটি মূর্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ ডিসেম্বর : ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ৬০ বছর বাদে ভারতে ফেরত আসতে চলেছে ৫০০ বছরের পুরনো ব্রোঞ্জের একটি মূর্তি। জানা গিয়েছে দুষ্প্রাপ্য এই মূর্তিটি দ্বাদশ তথা সর্বশেষ আলোয়ার সাধক তিরুমাঙ্গাই আলোয়ারের।

সম্প্রতি তামিলনাড়ু পুলিশের সিআইডি-র তরফে প্রমাণ দাখিল করা হয় যে, অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান সংগ্রহশালায় রাখা প্রাচীন এই মূর্তিটি ১৯৫৭ থেকে ১৯৬৭ সালের মধ্যে চোরাকারবারিরা ভারত থেকে বিদেশে পাচার করেছিল। এই মূর্তিটি আদতে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার পেরুমল মন্দিরের। তার পরে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)-এর সাহায্যে সেটি ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়।

পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে তামিলনাড়ুর সংশ্লিষ্ট ওই মন্দিরে এসে পরীক্ষানিরীক্ষার পরে ওই আধিকারেরা স্বীকার করে নেন তিরুমাঙ্গাই আলোয়ারের মূর্তিটি সেখান থেকেই অবৈধ ভাবে চুরি গিয়েছিল ১৯৬০ সাল নাগাদ। বিভিন্ন হাত ঘুরে মূর্তিটি ১৯৬৭ সাল নাগাদ লন্ডনের ওই জাদুঘরে স্থান পায়।

আধিকারিকেরা জানিয়েছেন, মুর্তিটি ভারতে পাঠানোর ব্যবস্থা চলছে। এক মাসের মধ্যেই মুর্তিটি সুন্দররাজা পেরুমল মন্দিরে পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন সংগ্রহশালা কর্তৃপক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য