স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ নভেম্বর: ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিভিন্ন নগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো এমন দাবি করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হালুশচেঙ্কো লিখেছেন, ইউক্রেনজুড়ে জ্বালানিকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিদ্যুৎ–বিভ্রাট দেখা দিয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বিমানবাহিনী দেশজুড়ে বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এমন সতর্কতা দেওয়া হয়।স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে ১ হাজার ৫০০টির মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির যত অঞ্চল আছে, তার অর্ধেকজুড়ে আঘাত হেনেছে এগুলো।
ইউক্রেনের বিমানবাহিনী আরও রকেট হামলার আশঙ্কা করছে। রিভনে, ভিনিৎসিয়া, ক্রোপিভিনৎস্কি, বাল্টা এবং মিকোলাইভসহ দেশটির অনেক অঞ্চলে রকেট হামলা হতে পারে বলে সতর্কতা জারি করেছে তারা।খারকিভের মেয়র ইগর তেরেখোভ বলেন, শহরের বেসামরিক একটি এলাকায় গোলা হামলা হয়েছে। আর লুৎস্কের মেয়র ইহর পোলিশচুক বলেছেন, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।স্থানীয় সংবাদমাধ্যম জেরকালো তিঝনিয়ার খবরেও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বন্দর শহর ওদেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলেছেন।