Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইনের হয়ে যুদ্ধ করা এক ব্রিটিশকে পাকড়াও করল রুশ বাহিনী

ইউক্রেইনের হয়ে যুদ্ধ করা এক ব্রিটিশকে পাকড়াও করল রুশ বাহিনী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ নভেম্বর: রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেইনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা রুশ বাহিনীর হাতে ধরা পড়েছে। ওই অঞ্চল এখনও আংশিক কিইভ বাহিনীর নিয়ন্ত্রণে।রাশিয়ার রিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে। রোববার রিয়া প্রকাশিত প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন, “ধরা পড়া ব্যক্তি গ্রেট ব্রিটেনের ভাড়াটে যোদ্ধা। তিনি নিজের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন।”একইদিনে বেসরকারি রাশিয়াপন্থি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এবং পেছনে হাত বাঁধা দাড়িওয়ালা এক তরুণ ইংরেজিতে বলছেন, তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন।তিনি এর আগে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছিলেন।

ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তাও পরিষ্কার নয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।বিবিসি এর আগে এক খবরে জানিয়েছিল, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, এক ব্রিটিশ নাগরিক আটক হওয়ার খবর পাওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা।গত অগাস্টে রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আচমকা ঢুকে পড়ে হামলা শুরু করে ইউক্রেইনের সেনারা। অঞ্চলটির কিছু অংশ এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে।তবে গত সপ্তাহে কিইভ জানিয়েছিল, রুশ বাহিনীর জোরাল পাল্টা হামলার কারণে তারা কুর্স্কে দখলে নেওয়া ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য