Thursday, December 5, 2024
বাড়িবিশ্ব সংবাদপোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি পারমাণবিক হুমকি বাড়াবে: রাশিয়া

পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি পারমাণবিক হুমকি বাড়াবে: রাশিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ নভেম্বর:   পোল্যান্ডের উত্তরে যুক্তরাষ্ট্রের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনের পদক্ষেপ সামগ্রিকভাবে পারমাণবিক হুমকির মাত্রা বাড়াবে বলে সতর্ক করেছে রাশিয়া।তবে পোল্যান্ড বলেছে, মস্কোর হুমকি-ধামকি নেটো প্রতিরক্ষা ব্যবস্থার যৌক্তিকতাকেই কেবল আরও জোরাল করেছে।বাল্টিক উপকূলের রেজিকোভো শহরে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা ঘাঁটি নেটোর বৃহত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই একটি অংশ। এ ঘাঁটি গত ১৩ নভেম্বর চালু করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “এই পদক্ষেপ কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের উত্তর আটলান্টিক জোটের একের পর এক ঘোর অস্থিতিশীল কর্মকাণ্ডের মধ্যে আরেকটি স্পষ্ট উস্কানিমূলক পদক্ষেপ।”“এ পদক্ষেপ কৌশলগত স্থিতিশীলতা ক্ষুন্ন করবে। কৌশলগত ঝুঁকি বাড়াবে এবং এর ফলে সামগ্রিক পারমাণবিক বিপদের মাত্রা বেড়ে যাবে।”পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি অবশ্য বলেছেন, ঘাঁটিতে কোনও পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই এবং এটি কেবল প্রতিরক্ষার জন্য। তিনি বলেন, “এটি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি একটি ঘাঁটি, আক্রমণের জন্য নয়।”

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা বলেন, “এ ধরনের পশ্চিমা সামরিক স্থাপনাগুলোর প্রকৃতি ও হুমকির মাত্রার কথা মাথায় রেখে পোল্যান্ডের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিকে অনেক আগেই অগ্রাধিকার ভিত্তিতে যেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার সম্ভাবনা আছে, সেই তালিকায় যুক্ত করা হয়েছে। প্রয়োজন পড়লে এটি অত্যাধুনিক অস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করা যেতে পারে।”নেটো জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পোল্যান্ড, রোমানিয়ার বিভিন্ন স্থান এবং স্পেনের একটি নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ছাড়াও তুরস্কে একটি প্রাথমিক সতর্কীকরণ রাডার রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য