Friday, December 6, 2024
বাড়িবিশ্ব সংবাদনিউজিল্যান্ডে অধিকারের প্রশ্নে হাজার হাজার মাওরির বিক্ষোভ

নিউজিল্যান্ডে অধিকারের প্রশ্নে হাজার হাজার মাওরির বিক্ষোভ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ নভেম্বর:   নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের হাজারো মানুষ আজ মঙ্গলবার দেশটির রাজধানী ওয়েলিংটনের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশটির প্রতিষ্ঠাকালীন চুক্তির সংজ্ঞায় পরিবর্তন আনার জন্য রক্ষণশীলদের চাপের প্রতিবাদে মাওরিরা রাজপথে নেমে আসেন।ওয়েলিংটনের পোতাশ্রয়ের পাশের সড়কে আজ ৩৫ হাজারের বেশি মাওরি বিক্ষোভ করেন বলে নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে। এ সময় তাঁরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যান। এর ফলে ওই এলাকার ব্যস্ত সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় উদাম গায়ে মাওরিদের ঐতিহ্যবাহী পালকের পোশাক পরে পুরুষেরা মিছিলে অংশ নেন। অনেকে ঘোড়ায় চড়ে আসেন। সঙ্গে ছিল লাল–সাদা–কালোর মিশেলে মাওরিদের পতাকা।মুখে মাওরিদের ঐতিহ্যবাহী ‘মোকো’ ট্যাটু একে অনেক শিশু মিছিলে অংশ নেয়। বিক্ষোভকারীরা সঙ্গে মাওরিদের কাঠের তৈরি অস্ত্র নিয়ে এসেছিলেন।মিছিলে নিক স্টুয়ার্ট নামের একজন এএফপিকে বলেন, ‘পুরো পরিবেশটি খুব সুন্দর। সবাই হেঁটে হেঁটে এখানে সমর্থন জানাতে এসেছেন। এটা খুবই শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল একটি আয়োজন।’

নিউজিল্যান্ডে ক্ষমতাসীন রক্ষণশীল জোটের অংশীদার ছোট একটি রাজনৈতিক দল পার্লামেন্টে উত্থাপনের জন্য একটি বিলের খসড়া করেছে। বিলে ১৮৪০ সালে সই হওয়া ‘ওয়েতাঙ্গি চুক্তিকে’ পুনরায় সজ্ঞায়িত করার কথা বলা হয়েছে। এ চুক্তিকে নিউজিল্যান্ড প্রতিষ্ঠার ভিত্তি ধরা হয়।নিউজিল্যান্ডের পার্লামেন্টে বিলটি পাসের সম্ভাবনা নেই বললেই চলে। এরপরও খসড়া বিলটি কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের জন্ম দিয়েছে। নিউজিল্যান্ডজুড়ে বিক্ষোভ হচ্ছে।  গত সপ্তাহে প্রাথমিক বিতর্কের জন্য খসড়া এই বিল নিউজিল্যান্ডের পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। পার্লামেন্টের অধিবেশনে বিলের তীব্র বিরোধিতা করেছেন মাওরি আইনপ্রণেতারা।

নিউজিল্যান্ডের সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী জেনি শিপলে বলেছেন, ‘এটি (খসড়া বিল) নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সামনে বিভক্তির এমন ঝুঁকি তৈরি হয়েছে, যা আমি আমার এই প্রাপ্তবয়স্ক জীবনেও কাটিয়ে উঠতে পারিনি।’মূলত ঔপনিবেশিক ব্রিটিশ শাসক এবং আদিবাসী মাওরি সম্প্রদায়ের ৫৪০ জন গোষ্ঠীপ্রধানের মধ্যে শান্তিচুক্তি হিসেবে ১৮৪০ সালে সই হয়েছিল ওয়েতাঙ্গি চুক্তি। চুক্তিতে মাওরিদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তাই শতক পুরোনো চুক্তির বিধান বদলে ফেলার উদ্যোগ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছেন না মাওরিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য