Sunday, May 18, 2025
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পের সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় আরও দুই নাম

ট্রাম্পের সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় আরও দুই নাম

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ নভেম্বর:  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় আরও দুটি নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। তাঁরা হলেন ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর কেভিন ওয়ারশ ও মার্কিন ধনকুবের মার্ক রোয়ান।নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল রোববার এ–সংক্রান্ত খবর প্রকাশ করে।৫৪ বছর বয়সী ওয়ারশ সাবেক বিনিয়োগ উপদেষ্টা। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভ বোর্ডে কাজ করেছেন। অন্যদিকে ৬২ বছর বয়সী রোয়ান বিনিয়োগ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা। তিনি ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, টেনেসির গভর্নর ৬৫ বছর বয়সী রিপাবলিকান সিনেটর বিল হ্যাগারটিও এই দৌড়ে আছেন। গত সপ্তাহে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে দেখা করেন হ্যাগারটি।ট্রাম্প এখনো অর্থমন্ত্রী হিসেবে তাঁর পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেননি। তবে বিনিয়োগ ব্যাংক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিক ও বিনিয়োগকারী স্কট বেসেন্ট এই দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।লুটনিক ও বেসেন্টকে নিয়ে ট্রাম্প দ্বিতীয়বার ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বলেছে, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্প এ সপ্তাহে তাঁদের তাঁর মার-এ-লাগো বাসভবনে আমন্ত্রণ জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।ধনকুবের ইলন মাস্ক ও রবার্ট এফ কেনেডি জুনিয়র গত শনিবার লুটনিকের পক্ষে কথা বলেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!