Sunday, January 26, 2025
বাড়িবিশ্ব সংবাদসৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে আলোচনায় বসছে ইরান

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে আলোচনায় বসছে ইরান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ নভেম্বর:   প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফায়াদ আল-রুয়ালি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করবেন তিনি।রোববারেই রুয়ালির তেহরান সফরে এ বৈঠক হওয়ার কথা ইরানের সশস্ত্র বাহিনীর জেনালের স্টাফের বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, ফায়াদ আল-রুয়ালি তেহরানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেবেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষা নিয়ে কথা বলবেন।ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ বৈঠক হতে চলেছে। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।ট্রাম্প তার প্রথম মেয়াদে আরব দেশগুলোর সঙ্গে ইরানের ঘোর আঞ্চলিক শত্রু ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন। তার এ উদ্যোগ ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত।

সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেনি। কিন্তু গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার হতবছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যেও প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল-সউদের সঙ্গে ফোনালাপ হয়েছিল বাঘেরির।চীনের মধ্যস্থতায় গতবছর তেহরান ও রিয়াদ সাত বছরের বৈরিতা দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করতে রাজি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য