Tuesday, November 5, 2024
বাড়িবিশ্ব সংবাদস্পেনে আকস্মিক বন্যায় ১৩ মৃত্যু

স্পেনে আকস্মিক বন্যায় ১৩ মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর: স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।দেশটিতে টানা ভারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হচ্ছে, এতে বহু অঞ্চলজুড়ে বন্যার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।ভ্যালেন্সিয়া অঞ্চলে আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লোস মাসন জানিয়েছেন, চূড়ান্তভাবে কতোজনের মৃত্যু হয়েছে এই পর্যায়ে সেই সংখ্যা জানানো ‘অসম্ভব’।বিবিসি জানায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সেতু ধসে পড়ছে এবং রাস্তা দিয়ে চলা পানির স্রোতের সঙ্গে গাড়িগুলো ভেসে যাচ্ছে। আরেকটি ভিডিওতে লোকজনকে গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, পানির তোড়ে ভেসে যাওয়া এড়াতে তারা এমনটি করছিল বলে মনে হয়েছে।

রেডিও ও টেলিভিশন স্টেশনগুলো বন্যাকবলিত এলাকাগুলোতে আটকা পড়া লোকজনের শত শত কল রিসিভ করছে বলে জানা গেছে। অনেকে তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছেন না, ফোনে এমনটি জানিয়েছেন। বন্যাকবলিত কিছু এলাকায় পৌঁছাতে জরুরি পরিষেবার কর্মীরাও হিমশিম খাচ্ছেন।স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস তোলন জানান, জরুরি পরিষেবার কর্মীরা ড্রোন ব্যবহার করে মারাত্মক বন্যাকবলিত শহর লেতুরের নিখোঁজ বাসিন্দাদের সন্ধান করছেন।“তাদের খুঁজে বের করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে,” বলেন তিনি।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়ার বহু মানুষ সারারাত ট্রাক অথবা গাড়িতে আটকা পড়েছিল, অনেকে ছাদে ও সেতুর ওপরে রাত কাটিয়েছেন; তারা সবাই উদ্ধারের অপেক্ষায় আছেন।

স্পেনের আবহাওয়া দপ্তর আইমেত ভ্যালেন্সিয়া অঞ্চলের জন্য রেড অ্যালার্ট আর আন্দালুসিয়ার কিছু অংশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।ভ্যালেন্সিয়ায় নামার কথা থাকা বেশ কিছু ফ্লাইট বন্যার কারণে অন্য শহরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কিছু বাতিল করা হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে সব ধরনের ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে।ভ্যালেন্সিয়ার সিটি হল জানিয়েছে, বুধবার সব স্কুল ও খেলাধুলা আয়োজন বন্ধ থাকবে আর পার্কগুলোও বন্ধ রাখা হবে।সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তিনি ‘উদ্বেগ নিয়ে’ লোকজন নিখোঁজ হওয়ার প্রতিবেদনগুলোতে নজর রাখছেন।তিনি বন্যাকবলিত এলাকার লোকজনকে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। লোকজনকে ‘অযথা ভ্রমণ’ এড়ানোরও পরামর্শ দিয়েছেন 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য