Thursday, March 20, 2025
বাড়িবিশ্ব সংবাদলেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৬০

লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৬০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন।সোমবারের এ হামলায় উপত্যকাটির বালবেক এলাকায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।এদিন লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাবিত উপত্যকাটির ১২টি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সব এলাকায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে বালবেকের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আল-আলাক এলাকায়, এখানে নিহত হয়েছেন অন্তত ১৬ জন।মন্ত্রণালয়টি জানিয়েছে, এসব হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। উদ্ধারকাজ চলছে।

প্ল্যানেট ল্যাব থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযানে এক ডজনেরও বেশি সীমান্ত শহর ও গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেকগুলো ‘ধূসর গর্তের গুচ্ছে’ পরিণত হয়েছে।ব্যাপক বোমা হামলা চালিয়ে এসব শহরের বাসিন্দাদের তাড়িয়ে দেওয়া হয়। অথচ অন্তত দুই শতাব্দী ধরে এসব শহরে তারা কয়েক প্রজন্ম ধরে বসবাস করে আসছিল।রয়টার্স জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী এই ব্যাপক ক্ষয়ক্ষতির নিয়ে করা তাদের প্রশ্নগুলোর জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি।দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি ২৪ অক্টোবর জানিয়েছিলেন, তখনো পর্যন্ত ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তিন হাজার দুইশরও বেশি লক্ষ্যে আঘাত হেনেছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরদিন ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। তারপর প্রায় এক বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলার পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।তাদের এসব হামলায় এ পর্যন্ত লেবাননে ২৭০০ জনেরও বেশি নিহত এবং ১২ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য