Thursday, March 28, 2024
বাড়িবিশ্ব সংবাদ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়: পাকিস্তান নির্বাচন কমিশন

৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়: পাকিস্তান নির্বাচন কমিশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বলেছে, তাদের পক্ষে তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। নানা আইনি ও পদ্ধতিগত জটিলতাকে এর কারণ বলে উল্লেখ করেছে তারা।

পাকিস্তানের নির্বাচন কমিশনের এক ঊধ্র্বতন কর্মকর্তা ‘দ্য ডন’ পত্রিকাকে বলেন, আগাম নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে প্রায় ছয় মাস সময় প্রয়োজন।তার মতে, বিভিন্ন নির্বাচনী এলাকা, বিশেষ করে খাইবার পাখতুনখোয়ায় নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে। কারণ, ২৬তম সংশোধনীর আওতায় সেখানে আসনসংখ্যা বেড়েছে। সেইসঙ্গে জেলা ও নির্বাচনী আসনে অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করার চ্যালেঞ্জও আছে। তিনি বলেন, “নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সময়সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে কেবল আপত্তিপত্র আহ্বানের জন্যই আইনে একমাস সময় বেঁধে দেওয়া হয়েছে।”“এরপর কাজটি করতে আরও এক মাস সময় লাগবে। এভাবে পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত তিন মাস সময় লাগবে। আর তার ওপর ভোটার তালিকা হালনাগাদ করার কাজ তো আছেই।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য