Monday, July 7, 2025
বাড়িবিশ্ব সংবাদখাশুগজি হত্যা: তুরস্কে বিচার স্থগিত, মামলা সৌদিতে পাঠানোর নির্দেশ

খাশুগজি হত্যা: তুরস্কে বিচার স্থগিত, মামলা সৌদিতে পাঠানোর নির্দেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল।  সাংবাদিক জামাল খাশুগজি হত্যায় সন্দেহভাজন সৌদি নাগরিকদের বিচার কার্যক্রম স্থগিত করে এ সংক্রান্ত মামলাটি সৌদি আরবে স্থানান্তরের আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত।

রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো করার আঙ্কারার উদ্যোগের মধ্যে বৃহস্পতিবার আদালতের এ রায় আসে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তবে এরই মধ্যে এ আদেশ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর তুমুল সমালোচনার মুখে পড়েছে বলে জানা গেছে।খাশুগজি হত্যায় সন্দেহভাজন ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলের মামলাটির বিচার কাজ চলছিল।২০১৮ সালে এই ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাশুগজিকে হত্যা করা হয়। কিন্তু খাশুগজির দেহাবশেষ আর খুঁজে পাওয়া যায়নি।তুরস্কের কর্মকর্তাদের ভাষ্য, খাশুগজির মৃতদেহ টুকরা টুকরা করে কনস্যুলেট ভবন থেকে অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। 

খাশুগজি হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, সৌদি আরবের ‘ডি ফ্যাক্টো শাসক’ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পড়েছিলেন তুমুল চাপে।সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে খাশুগজিকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ আনা হয়। প্রভাবশালী দুই সুন্নি মুসলিম দেশ সৌদি আরব ও তুরস্কের মাঝে উত্তেজনাকর সম্পর্কের মধ্যেই ২০২০ সালে ইস্তাম্বুলের একটি আদালতে খাশুগজি হত্যা মামলার বিচার শুরু হয়।কিন্তু কয়েকদিন আগে তুরস্কের সরকারি কৌঁসুলিরা মামলাটি ইস্তাম্বুল থেকে সৌদি কর্তৃপক্ষের হাতে স্থানান্তরের আবেদন জানান। তুরস্কের সরকারও কৌঁসুলিদের এই আবেদনে সমর্থন দেয়। 

“বিচার স্থগিতের এই সিদ্ধান্ত আইনবিরুদ্ধ, কারণ সৌদি আরবে আসামিদের খালাস দেওয়ার আদেশ তো চূড়ান্ত হয়েই আছে।“বিচারটি এমন এক দেশে স্থানান্তর করা হচ্ছে যেখানে ন্যায়বিচার নেই,” বলেছেন খুন হওয়া সংবাদিক খাশুগজির বাগদত্তা হেতিস সেনগিজের আইনজীবী গোকম্যান বাস্পিনার।বছরখানেক আগে প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, খাশুগজিকে জীবিত ধরা বা মেরে ফেলার অভিযানের অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ। রিয়াদ এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবং জানায়, খাশুগজির ঘটনার সঙ্গে যুবরাজের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।নিজেদের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগের ব্যাপারে আগ্রহী আঙ্কারা গত বছর রিয়াদের সঙ্গে সম্পর্ক মেরামতে মনোযোগী হয়। বৃহস্পতিবার তুরস্কের আদালতের আদেশের আগে এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছিল, রিয়াদে মামলা স্থানান্তর বিচারকে বাধাগ্রস্ত করবে।“এটা খাশুগজির ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনার ইতি ঘটাবে। হত্যা করলেও পার পাওয়া যায়, সৌদি শাসকদের এই বিশ্বাস পোক্ত করবে এই সিদ্ধান্ত,” বলেছিলেন হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী পরিচালক মিশেল পেইজ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!