Friday, January 17, 2025
বাড়িবিশ্ব সংবাদগাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ অক্টোবর: ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনীর স্টাফ-সার্জেন্ট নোয়াম ইসরায়েল আব্দু (২০) গাজায় নিহত হয়েছেন। তিনি বিসলামছ ব্রিগেডের ১৭তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। একই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া গাজা যুদ্ধের স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩৫০ জনে দাঁড়িয়েছে। গত বছরের ২৭ অক্টোবর থেকে এই স্থল অভিযান শুরু হয়।পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে ইসরায়েলি বাহিনীর আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৭০১২তম ব্যাটেলিয়নের আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা ৭৩০ জনে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য