স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ অক্টোবর: লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েল বুধবার একদিনেই তাদের ৮ সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে।ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে গত একবছর ধরে ইসরায়েলের সীমান্ত সংঘর্ষ চলে আসার মধ্যে লেবানন ফ্রন্টে এটিই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন।ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্ত এলাকায় ঢুকে স্থল হামলা শুরুর পর বুধবার তাদের সঙ্গে প্রথম মুখোমুখি লড়াইয়ের খবর জানায় হিজবুল্লাহ যোদ্ধারা।তারা দক্ষিণ লেবাননের সীমান্ত শহর মারুন ই রাস-এ ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংক রকেট হামলায় ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেছে।
ওদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা নিহতের জন্য সমবেদনা প্রকাশ করে একটি ভিডিওতে বলেছেন, “আমরা ইরানের শয়তানের অক্ষচক্রের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের টান টান সময় পার করছি। এই চক্র আমাদেরকে ধ্বংস করে দিতে চায়।“কিন্তু তা ঘটবে না। কারণ, আমরা একসঙ্গে পাশে থেকে ঈশ্বরের সাহায্যে সবাই মিলে জয় ছিনিয়ে আনব।”ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তাদের নিয়মিত পদাতিক বাহিনী এবং সাঁজোয়া ইউনিট লেবাননে স্থল অভিযানে যোগ দিচ্ছে।
গোলানি ব্রিগেড, ১৮৮ সাঁজোয়া ব্রিগেড এবং ষষ্ঠ পদাতিক ব্রিগেডসহ ৩৬ তম ডিভিশন থেকে ইসরায়েলের আরও পদাতিক বাহিনী এবং সশস্ত্র সেনা সংঘর্ষে যোগ দেওয়া মানে এই অভিযান আর সীমিত কমান্ডো অভিযানে সীমাবদ্ধ নাও থাকতে পারে।যদিও ইসরায়েলের সেনাবাহিনী বলছে, লেবাননে তাদের ঢুকে পড়ে যুদ্ধ করার লক্ষ্য হচ্ছে সীমান্তে সুড়ঙ্গ ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা। রাজধানী বৈরুত কিংবা লেবাননের দক্ষিণাঞ্চলের অন্যান্য বড় নগরী লক্ষ্য করে বৃহত্তর অভিযান চালানোর পরিকল্পনা তাদের নেই।