স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ আগস্ট: ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের একটি আবাসিক ভবনে অন্তত ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণালয়।ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলার পর সম্প্রতি ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
রেকট হামলার পর বৈরুতের শহরতলীতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করে পাল্টা জবাব দেয় ইসরায়েল।তেহরানে ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিবাদে ইরানের মতো হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।