Sunday, December 22, 2024
বাড়িবিশ্ব সংবাদদেশদ্রোহের অভিযোগে রুশ-মার্কিন নারীর ১২ বছরের জেল

দেশদ্রোহের অভিযোগে রুশ-মার্কিন নারীর ১২ বছরের জেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ আগস্ট: দেশদ্রোহের অভিযোগে ব্যালেরিনা ক্যাসনিয়া ক্যারেলিনা নামের এক নারীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। ইউক্রেইনপন্থি একটি দাতব্য সংস্থায় ৫১ ডলার অনুদান দেওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।আমেরিকা ও রাশিয়ার দ্বৈত নাগরিক ক্যারেলিনা গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বিচারের পর নিজের দোষ স্বীকার করেন বলে জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবাসকারী ক্যারেলিনা ২০২১ সালে মার্কিন নাগরিক হন। গত জানুয়ারিতে রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ১৬০০ কিলোমিটার পূর্বে ইয়েকাটেরিনবার্গে পারিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিচারকালে কৌঁসুলিরা তার ১৫ বছরের জেল চেয়েছিলেন। ইয়েকাটেরিনবার্গের আদালত তাকে উচ্চমাত্রার দেশদ্রোহিতার জন্য দোষী সাব্যস্ত করে একটি সাধারণ পেনাল কলোনিতে কারাদণ্ড দেয়।রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস ক্যারেলিনার বিরুদ্ধে ইউক্রেইনের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করা একটি ইউক্রেনীয় সংগঠনের জন্য অর্থ সংগ্রহের অভিযোগ এনেছিল।রাশিয়ার মানবাধিকার কর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রে থাকার সময় ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনের রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর প্রথম দিনেই ক্যারেলিনা ইউক্রেইনপন্থি দাতব্য সংস্থায় ৫১ দশমিক ৮০ ডলার দিয়েছিলেন।রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস এই অর্থ অনুদান দেওয়ার বিষয়টি ক্যারেলিনার ফোন থেকে জানতে পেরে গিয়েছিল বলে ধারণা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য